বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে প্রচলনে আসবে নতুন ৫০০ টাকার নোট
বাংলাদেশ ব্যাংক নতুন নকশা ও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যসহ ৫০০ টাকার নতুন নোট বাজারেছাড়ছে। ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত এই নোট বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে প্রচলনে আসবে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রাথমিকভাবে নতুন নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে বিতরণ করা হবে, পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও পাওয়া যাবে।
নতুন নোটের আকার ও নকশা, ১৫২ মিমি লম্বা ও ৬৫ মিমি চওড়ার এই নোটে অধিকাংশ অংশে সবুজ রঙের আধিক্য রয়েছে।
সম্মুখভাগে:
.বাম পাশে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি
.মাঝখানে পাতা ও কলিসহ প্রস্ফুটিত শাপলার ব্যাকগ্রাউন্ড
.ডানদিকে রঙ পরিবর্তনশীল ‘৫০০’
পেছনভাগে:
.বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি
.জলছাপ হিসেবে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপে ‘৫০০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।
নোটে কয়েকটি নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply